এই জনপদের ভৌগোলিক গুরুত্ব ও অর্থনৈতিক বিবেচনায় ইংরেজরা ১৮৪৫ সালে জামালপুরকে প্রশাসনিক মহকুমায় উন্নীত করে। জামালপুর মহকুমায় উন্নীত হওয়ার ফলশ্রুতিতে ভূমির ব্যক্তি মালিকীকরণ ও গ্রামীণ জীবনাচারণের পাশাপাশি মানুষ দ্রুত নগরকেন্দ্রিক হয়ে উঠে। মহকুমা শহরে নাগরিক চাপ বৃদ্ধির ফলে সৃষ্ট নানাবিধ সমস্যাও দেখা দেয়। এ অবস্থায় শহরে নাগরিক জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুবিধা বৃদ্ধির লক্ষে ১৮৬৯ সালে ৪৬.৬২ বর্গ কিঃমিঃ এলাকা নিয়ে ৪ টি ওয়ার্ড এর সমন্বয়ে “গ” শ্রেণীর জামালপুর পৌরসভা গঠিত হয়। ১০ ই এপ্রিল ১৯৯৩ তারিখে ৮৪ টি মহল্লা, ৪৭ টি মৌজা নিয়ে জামালপুর পৌরসভা “ক” শ্রেণীভুক্ত হয় এবং ৫৩.২৮বর্গ কিঃমিঃ এলাকায় উন্নীত হয়। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সেবার মান নিশ্চিত করতে ১৯ মে ১৯৯৮ সালে৪ টি ওয়ার্ডকে ১২ টি ওয়ার্ডে বিভক্ত করা হয় । বর্তমানে জামালপুর পৌরসভা বাংলাদেশের পুরাতন ও বৃহৎ পৌরসভা হিসেবে প্রথম সারিতে স্থান করে নিয়েছে। ১৯১৯ সাল পর্যন্ত মহকুমা প্রশাসকদের উপর পৌরসভা পরিচালনার দায়িত্ব অর্পিত ছিল। ১৯২০ সালে পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচন হয়। প্রায় ১৩৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পৌরসভার প্রথম চেয়ারম্যান হচ্ছেন বাবু অক্ষয় কুমার সেন। আর বর্তমান নির্বাচিত মেয়র হলেন মোহাম্মদ ছানোয়ার হোসেন (ছানু)

এক নজরে জামালপুর পৌরসভা

*পৌরসভার নামজামালপুর পৌরসভা পানি শাখা 
*স্থাপিত১৮৬৯ ইং*পানি সরবরাহ চালুর বৎসর১৯৬৯ সাল
*আয়তন৫৩.২৮ বর্গ কিলোমিটার*পানি সরবরাহ লাইন৬০.২৪ কিঃমিঃ
*শ্রেণিক শ্রেণি*অভার হেড ট্যাংক০৩টি
*ওয়ার্ড সংখ্যা১২টি*পানির গ্রাহক সংযোগ৩২৯৭টি
*মৌজা সংখ্যা৪৭টি*দৈনিক পানি সরবরাহের সময়৫ঘন্টা
   *স্ট্রীট হাইডেন্ট২৫টি
 পৌরসভার কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা ঃ *পানি শোধনাগার০৩টি
 প্রশাসন বিভাগকর্মকর্তা-০১জন , কর্মচারী- ১৬জন*গভীর উৎপাদক নলকুপ১২টি
 প্রকৌশল বিভাগকর্মকর্তা-০৪জন, কর্মচারী- ০৫জন স্বাস্থ্য সেবা 
 স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্ন বিভাগকর্মচারী- ১১জন*হাসপাতাল সরকারী০৪টি
 পানি সরবরাহ শাখাকর্মকর্তা-০১জন, কর্মচারী- ০১জন*হাসপাতাল বেসরকারী০১টি
   *ডায়াবেটিক সেন্টার০১টি
*চুক্তিভিত্তিক কর্মচারী ঃ *চক্ষু হাসপাতাল০২টি
 অফিস মাস্টাররোল কর্মচারী *যক্ষা প্রতিরোধ ক্লিনিক০১টি
  ২৭৯ জন*ভেটেরীনারী ক্লিনিক০১টি
 ড্রেইন লেবার *পরিবার পরিকল্পনা কেন্দ্র০৪টি
 সুইপার ঝাড়–দার *বেসরকারী ক্লিনিক৩৫টি
 পানি সরবরাহ শাখা৬১৯৫ টি*মেটারনিটি সেন্টার০১টি
*ট্রেড লাইসেন্স  শিক্ষা প্রতিষ্ঠান 
 পৌর এলাকার লোক সংখ্যা ঃ *সরকারী বিশ^বিদ্যালয় কলেজ০২টি
 ২০১১ সন (আদমশুমারী হিসাব অনুযায়ী ) *বেসরকারী কলেজ/ বিশ^বিদ্যালয়০৭টি
 পুরুষ = ৮৫৮৯০ জন *আইন কলেজ০১টি
 মহিলা= ৮২৬৬৯ জন *উচ্চ বিদ্যালয় বালক সরকারী০১টি
 মোট = ১৬৮৫৫৯ জন *উচ্চ বিদ্যালয় বালিকা সরকারী০১টি
*  *উচ্চ বিদ্যালয় বেসরকারী১৬টি
 হোল্ডিং সংখ্যা (কর শাখা) ঃ১৪২টি*যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র০১টি
 সরকারী২১টি*মাদ্রাসা সরকারী/ বসেরকারী আলমি/ দাখলি১৩টি
 বেসরকারী২২৮২১টি*কারগিরী স্কুল ও কলজে ভকশেনাল ইনস্টউিট০১টি
 পাবলিক২২৯৮৪টি*প্রাথমিক বিদ্যালয় সরকারী৪৫টি
 মোট *বেসরকারী প্রাথমিক বিদ্যালয়০২টি
* বাৎসরিক ট্যাক্স*কিন্ডার গার্টেন৪৩টি
 হোল্ডিং ট্যাক্স৫৭৮১৭৩০.০০*বিয়াম সরকারী ইংলিশ মিঃ বিদ্যালয়০১টি
 সরকারী = ১৪২ টি১৭৫০২৩.০০*হোমিও মেডিক্যাল কলেজ০১টি
 বেসরকারী = ২১টি৩২৬৪৩১৭৭.০০ সামাজিক / সাংস্কৃতিক প্রতিষ্ঠান 
 পাবলিক = ২২৮২১টি৩৮৫৯৯৯৩০.০০*শিশু সংগঠন০৫টি
 ২০১১ সনের (আদমশুমারী হিসাব অনুযায়ী)- পরুষ মহিলা১৬৮৫৫৯ জন*প্রেসক্লাব০১টি
 ২০১৫ সনের ( আদমশুমারী হিসাব অনুযায়ী)- পুরুষ মহিলা১৮০৩৫৮ জন*মুক্তিযোদ্ধা সংসদ০১টি
*জন সংখ্যা বৃদ্ধির হার১.৭%*ক্লাব৩২টি
*জন সংখ্যার ঘনত্ব৩৩৮৫জন (প্রতি বর্গকিঃমিঃ)*মহিলা সংগঠন সমবায়১০টি
*মোট ভোটার সংখ্যা৯৬৩৫৭ জন*সামাজিক১২টি
*ভোট কেন্দ্র৪১ টি*সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান০৬টি
*পুরুষ ভোটার৪৬৯১৩ জন*১০০ কেভি সাবষ্টেশন (বেসরকারী পাওয়ার প্লান্ট)০১টি
*মহিলা ভোটার৪৯৪৪৪ জন*সরকারী কৃষি খামার০১টি
*ওয়ার্ড সংখ্যা১২ টি*স্টেডিয়াম০১টি
*প্রতি হোল্ডিংয়ে গড় জন সংখ্যা৮.৮৯ জন*আউটার স্টেডিয়াম০১টি
 অন্যান্য তথ্যাদি *জিমনেসিয়াম বেসরকারী০২টি
*পৌর ভবনের সংখ্যা০২টি*জিমনেসিয়াম সরকারী০১টি
*পৌরসভা পাবলিক হল০০টি*টেনিস মাঠ০১টি
*পৌর কমিউনিটি সেন্টার০১টি*মহল্লার সংখ্যা৮৪ টি
*পৌর গোরস্থান০৪টি*বেসরকারী সুপার মার্কেট১৮টি
*দুরপাল্লার বাস ষ্টেশন টিকিট কাউন্টার০৩টি*থানা০১টি
*৩৩/১১ কেভি সাবষ্টেশন ওয়াপদা০১টি*পুলিশ ফাঁড়ি০২টি
*সরকারী কৃষি খামার০১টি*বিডিআর ক্যাম্প০১টি
*খাদ্য গুদাম০১টি*ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন০১টি
*পল্লী উন্নয়ন বোর্ড০১টি*টেলিফোন এক্সচেঞ্জ০১টি
*এনজিও সংস্থা৫০টি*টেলিফোন এক্সচেঞ্জ বিআরটিএ০১টি
*হাট-বাজার০৫টি*বাসষ্ট্যান্ড০২টি
*পৌর সুপার মার্কেট০৫টি*দুর পাল্লার বাসষ্ট্যান্ড টিকিট কাউন্টার০৩টি
*পৌর কিচেন মার্কেট০২টি*সরকারী কৃষি খামার০১টি
*ঈদগাহ মাঠ১২টি*খাদ্য গুদাম০১টি
*শ্মশান০১টি*পল্লী উন্নয়ন বোর্ড০১টি
*পৌরসভায় ব্যবহৃত কম্পিউটারের সংখ্যা২০টি*এনজিও সংস্থা৫০টি
*ফটোকপি মেশিন০২টি*শিল্পকলা একাডেমী০১টি
*টেলিফোন সংখ্যা০৫টি*পৌরসভার নিজস্ব জমির পরিমান১২.৪২৭৭ একর
*কসাইখানা০১টি*মৌজাভুক্ত জমির পরিমান০.৪৫১৯ একর
*খুচরা মার্কেট১১টি কুর্শা কাঙ্গারপাড়া১.৭৩২৫ একর
*শিশু পার্ক০১টি ফুলবাড়ীয়া০.২৯ একর
    জঙ্গলপাড়া০.২০ একর
    পাথালিয়া১.৯২ একর
    সাতপাকিয়া০.৬৬০৬ একর
    সাতপাকিয়া৭.৩৩৯০ একর
    সিংহজানী০.১২৩৭ একর