সেবা সমূহ | সেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়া | সেবার মূল্য | সময়সীমা | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
১.জন্ম সনদ | নির্ধারিত ফরমে মেয়র বরাবর আবেদনপত্র দাখিল । নির্ধারিত ফরমে সংশিৱষ্ট কাউন্সিলর কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র জমা দিতে হবে। ইপিআই কার্ড/এস.এস.সি পাসের সনদপত্র /ন্যাশানাল আইডি কার্ড/ পাসপোর্ট /হাসপাতালের জন্ম সনদ সংক্রান্ত ছাড়পত্রের কপি অথবা জন্ম তারিখ ও জন্ম স্থান নির্দেশক অন্য কোন দলিলের সত্যায়িত অনুলিপি (যদি কোন প্রকার দলিল না থাকে তাহলে সংশিৱষ্ট ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন জমা দিতে হবে।) | ২ বছর পর্যন্ত বিনামূল্যে এবং ২ বছরের উর্ধ্বে প্রতি বছর ____- টাকা জন্ম সনদ সংশোধন ফিস ____ টাকা। জন্ম সনদ ইংরেজী কপি ২০০ টাকা জন্ম সনদ নকল কপি ____ টাকা | ১ কর্মদিবস | স্যানিটারী ইন্সপেক্টর |
২. মৃত্যু সনদ | নির্ধারিত ফরমে সংশিৱষ্ট কাউন্সিলর কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র জম দিতে হবে। মৃত্যুর প্রমান স্বরুপ যেকোন প্রকার কাগজপত্র (যদি কোন কাগজ না থাকে তাহলে মেডিক্যাল অফিসার কর্তৃক প্রত্যায়িত মৃত্যু সার্টিফিকেট জমা দিতে হবে।) | /- | ১ কর্মদিবস | স্যানিটারী ইন্সপেক্টর |
৩. ইপিআই | এলাকার ভিত্তিক নির্ধারিত স্থানে সেবা প্রদান | বিনামূল্যে | প্রতিমাসের নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে | স্যানিটারী ইন্সপেক্টর |
৪. পশু জবাইয়ের স্থান পরিদর্শন ও মাংসের গুনগতমান নিশ্চিত করন | কসাইখানা পরিদর্শন ও জবাইকৃত পশুর মান নিশ্চিতকরন সিল প্রদান | পশু প্রতি /- হারে | প্রতি দিন | স্যানিটারী ইন্সপেক্টর |
৫. গন সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ড | আলোচনা সভা ও র্যালীর মাধ্যমে | বিনামূল্যে | বিভিন্ন দিবসে | স্যানিটারী ইন্সপেক্টর |