স্বাস্থ্য পরিবার পরিকল্পনা শাখা

সেবা সমূহসেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়াসেবার মূল্যসময়সীমাদায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী
১.জন্ম সনদনির্ধারিত ফরমে মেয়র বরাবর আবেদনপত্র দাখিল । নির্ধারিত ফরমে সংশিৱষ্ট কাউন্সিলর কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র জমা দিতে হবে। ইপিআই কার্ড/এস.এস.সি পাসের সনদপত্র /ন্যাশানাল আইডি কার্ড/ পাসপোর্ট /হাসপাতালের জন্ম সনদ সংক্রান্ত ছাড়পত্রের কপি অথবা জন্ম তারিখ ও জন্ম স্থান  নির্দেশক অন্য কোন দলিলের সত্যায়িত অনুলিপি (যদি কোন প্রকার দলিল না থাকে তাহলে সংশিৱষ্ট ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন জমা দিতে হবে।)২ বছর পর্যন্ত বিনামূল্যে এবং ২ বছরের উর্ধ্বে প্রতি বছর ____- টাকা জন্ম সনদ সংশোধন ফিস ____ টাকা। জন্ম সনদ ইংরেজী কপি ২০০ টাকা জন্ম সনদ নকল কপি ____ টাকা ১ কর্মদিবসস্যানিটারী ইন্সপেক্টর
২. মৃত্যু সনদনির্ধারিত ফরমে সংশিৱষ্ট কাউন্সিলর কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র জম দিতে হবে। মৃত্যুর প্রমান স্বরুপ যেকোন প্রকার কাগজপত্র (যদি কোন কাগজ না থাকে তাহলে মেডিক্যাল অফিসার কর্তৃক প্রত্যায়িত মৃত্যু সার্টিফিকেট  জমা দিতে হবে।) /-১ কর্মদিবসস্যানিটারী ইন্সপেক্টর
৩. ইপিআইএলাকার ভিত্তিক নির্ধারিত স্থানে সেবা প্রদানবিনামূল্যেপ্রতিমাসের নির্ধারিত দিনে নির্ধারিত স্থানেস্যানিটারী ইন্সপেক্টর
৪. পশু জবাইয়ের স্থান পরিদর্শন ও মাংসের গুনগতমান নিশ্চিত করনকসাইখানা পরিদর্শন ও জবাইকৃত পশুর মান নিশ্চিতকরন সিল প্রদানপশু প্রতি /- হারেপ্রতি দিনস্যানিটারী ইন্সপেক্টর
৫. গন সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ডআলোচনা সভা ও র‌্যালীর মাধ্যমেবিনামূল্যেবিভিন্ন দিবসেস্যানিটারী ইন্সপেক্টর